সিবিএন ডেস্ক:
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ- জানাযা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে আনোয়ার পাশা চৌধুরীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীকি মারমা উপস্থিত ছিলেন।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত-রাত সাড়ে ৩ টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার পাশা চৌধুরীর মৃত্যু হয়।
পরে ঢাকায় প্রথম জানাজা শেষে আনোয়ার পাশা চৌধুরীর মরদেহ মহেশখালীতে আনা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়।
রবিবার অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান মাবু, সাবেক মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজা শেষে আনোয়ার পাশা চৌধুরীকে তাঁর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়।
আনোয়ার পাশা চৌধুরী ছাত্রাবস্থা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বড় মহেশখালী ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিন মেয়াদে। ২০০২ সাল থেকে আমৃত্যু ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ একাধিক মাদ্রাসা।
মৃত্যুকালে আনোয়ার পাশা চৌধুরী অসংখ্য গুণগ্রাহী রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে মহেশখালীতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।