মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার ১৫ এপ্রিল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র একটি মনোনয়নপত্র দাখিল করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। বুধবার ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তিনি ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়ার মরহুম নবাব মিয়ার সন্তান।
সদর উপজেলায় যারা মনোনয়নপত্র দাখিল করলেন
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ। কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সদর উপজেলায় মোট ২২২৯৯৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১১৯২৯৪ জন পুরুষ ভোটার এবং ১০৩৭০২ জন মহিলা ভোটার।