হাছান মাহমুদ সুজন, কুতুবদিয়া :
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ সোমবার (১৫-এপ্রিল) সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম শুরু হয়েছে।
ছুটি শেষে ওই দিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে যোগদানে নির্দেশনা রয়েছে। তবুও অনেক কর্মকর্তা-কর্মচারী ফেরেননি কর্মস্থলে। আবার কিছু কিছু সরকারি দপ্তর সকাল থেকে বিকেল পর্যন্ত একেবারেই তালাবদ্ধ।
ঈদের টানা ছুটি শেষে সোমবার প্রথম কার্য-দিবসে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সরকারি দু-একটি অফিসে এমন চিত্র দেখা গেছে।
তবে কিছু অফিসে কর্মচারীরা যথা সময়ে উপস্থিত থাকলেও কর্মকর্তারা অনুপস্থিত ছিল। এদের কেউ ঐচ্ছিক ছুটিতে আবার কেউ গতানুগতিক অনুপস্থিত বলে জানা গেছে।
সোমবার সরেজমিনে তথ্যানুসন্ধানে গিয়ে দেখা গেছে, উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরসহ তথ্য আপার কার্যালয়ের দরজায় সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঝুলছে তালা।
কর্মস্থলে না ফেরা ও কার্যালয়ে তালাবদ্ধের বিষয়ে জানতে উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক জাকির হোসেনের মুঠোফোনে কল দিলে কথা বলতে রাজি হননি এবং পরে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।
একই বিষয়ে জানতে চাইলে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েন উপজেলা তথ্য আপা তায়েবা তানজিমা। প্রথমে অফিসে কোনো কাজকর্ম না থাকায় বাচ্চাকাচ্চার দেখভাল করার জন্য বাসায় ফিরছেন বলে জানান। পরে ছোটোখাটো বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করতে হয় নাকি মর্মে প্রশ্ন তুলেন এ প্রতিবেদকের কাছে।
এদিকে ছুটি শেষেও সরকারি অফিসে তালাবদ্ধ ও যথা সময়ে কিছু সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতির কাণ্ডে প্রশ্ন উঠেছে জনমনে। স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করেন না বলে দাবি অনেকের।
সরকারি নির্দেশনা মেনে যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না হওয়ার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জর্জ মিত্র চাকমার নিকট মুঠোফোনে জানতে চাইলে একাধিকবার কল করার পরেও রিসিভ করেন নি।