আবদুল নবী, সিবিএন:

জলবায়ু সুবিচারের দাবিতে একশনএইড’র যুব প্লাটফর্ম এক্টিভিস্টা জীবাশ্ম জ্বালানিতে অনিয়ন্ত্রিত অর্থায়ন বন্ধের দাবিতে বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করে।

আজ শুক্রবার(১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে কক্সবাজার প্রেস ক্লাবের সামনে তরুণ-তরুণীরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে জলবায়ুর বিরূপ প্রভাব ও তা নিরসনের বিভিন্ন দাবি তুলে ধরেন।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন জনিত কারণে ধীরে ধীরে বাসযোগ্যতা হারাচ্ছে পরিবেশ। বাড়ছে উষ্ণতা। পশ্চিমা ও শিল্পোন্নত দেশসমূহের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তবে কার্বন নিঃসরণ কমিয়ে আনা না হলে একদিন ডাইনোসর ও বিলুপ্ত অন্যান্য জীবের মতো হারিয়ে যাবে মানুষের স্বকীয়তা। এ নিয়ে কক্সবাজার’সহ বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে তরুণ-তরুণীরা কার্বন মুক্ত বাসযোগ্য পৃথিবী চাই বলে দাবি তুলেছে।

তাদের দাবি জীবাশ্ম জ্বালানিতে সরকারি-বেসরকারিভাবে অর্থায়ন বন্ধ করলে পৃথিবীতে কার্বন নিঃসরণ কমে আসবে। এতে পরিবেশ ধীরে ধীরে শীতল ও বাসযোগ্য হয়ে উঠবে।

এক্টিভিস্টদের বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন ও বিভিন্ন দাবি সম্পর্কে জানতে চাইলে  একশনএইডের কর্মকর্তা তাফহীমুল জান্নাত সিফাত বলেন- ‘ জলবায়ু সমস্যা নিরসনে একসাথে আওয়াজ তুলেছে কক্সবাজারের তরুণরা। জীবাশ্ম জ্বালানীতে অর্থায়ন বন্ধের জন্য বৈশ্বিক জলবায়ু ধর্মঘট থেকে আজ যে দাবি উত্থাপিত হয়েছে, সেটা জলবায়ু সুবিচার আদায়ের আন্দোলনকে আরো বেগবান করবে। ‘


উল্লেখ্য আজ রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে হাজার হাজার যুবারা জলবায়ু সুবিচারের দাবিতে প্লেকার্ড ও পোস্টার হাতে ধর্মঘট পালন করে। এতে একশনএইড’র এক্টিভিস্টদের সাথে সংযুক্ত হয় অন্যান্য আরও ২০ টি সংগঠনের যুবারা।