মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে বুধবার কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ জন। ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৫৭৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ৫৫৫ টি এবং অস্থায়ী বুথ ২৩টি।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে মহেশখালী পৌরসভা এবং মহেশখালীর ৮টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-মোহাম্মদ হাবিব উল্লাহ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ শরীফ বাদশা এবং আব্দুল্লাহ আল নিশান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- মাওলানা জহির উদ্দিন, মিফতাহুল করিম বাবু, মঈন উদ্দিন তৌফাইল, জাহিদুল হুদা, আবু সালেহ, অ্যাডভোকেট শাহাজাহান পারুল এবং সাইফুল কাদির। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-মিনুয়ারা মিনু, মনোয়ারা কাজল এবং জাহান আরা জাহাঙ্গীর।
মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২২ এপ্রিল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
খবর পড়ুন:
পেকুয়া উপজেলা ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জনের মনোনয়নপত্র দাখিল
ঈদগাঁও উপজেলায় ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।