মুহাম্মদ শাহ জাহান, ইউএই :

বাংলাদেশ -ইউএই কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দু’দেশের যৌথ উদ্যোগে ‘নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা’র প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

গত বুধবার (২৪ এপ্রিল) দূতাবাসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

শ্রম কাউন্সেলর লুৎফুন্নাহার নাজীমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, দেশবিদেশে নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির অপরিহার্য ভূমিকার কথা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস ও ইউএই কর্তৃপক্ষের সমন্বয়ে আসন্ন নভেম্বর মাসে আমরা এই ব্যতিক্রম ধর্মী আয়োজনের পরিকল্পনা নিয়েছি। তিনি বলেন, বিগত ৫০ বছরে বাংলাদেশ ও ইউএই’র আর্ত সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা এই কর্মশালায় তুলে ধরা হবে। যেখানে দেশের খ্যাতিমান নারী নেতৃরা আলোচনায় অংশ নিবেন। তিনি এ কর্মশালা সফল করতে বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটি সামাজিক সংগঠন ও নারী অঙ্গনের মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,মিনিস্টার লেবার মো. আবদুল আউয়াল, মিশন উপপ্রধান মুহাম্মদ মীযানুর রহমান, আবুধাবি মহিলা অঙ্গনের সভানেত্রী সাইফুন নাহার জলি,

বাইজুন্নাহার চৌধুরী, মারুফা বিনতে ইব্রাহিম, ফারাহ তাজিন এনি,প্রিন্সিপাল কিরন আক্তার, শাবরিনা শাহাবুদ্দিন (রিশা), নামেতা নাহরিন হোসেন তানিয়া, উম্মে সালমা, ফেরদৌস বেগম প্রমুখ।