আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলছে গণনার প্রস্তুতি। উপজেলা জুড়ে তেমন কোন ঘটনা না ঘটলেও ভোট গ্রহণের শেষ সময়ের দিকে এসে ঈদগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী মেহাম্মদ রিসাদকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঈদগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতাল বেডে শুয়ে চিকিৎসাধীন অবস্থায় দাবি করেন, তাকে অপর মেম্বার পদপ্রার্থী জিয়াউল হকের ভাই ও তার সমর্থকরা হত্যার চেষ্টা করেন