আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
এরমধ্যে ঘটনাস্থলে ২ জন ও অন্য ৩ জন হাসপাতালে মৃত্যু বরণ করেছে। আশংকাজনক অবস্থায় আহত রয়েছে আরো ৮/৯ জন।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মো:দুলা মিয়া, বাহারছড়া ৭নং ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম ও ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন।
টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও পরেয়ানাভূক্তসহ আটক-৩
নিহতদের মধ্যে সায়রা খাতুন ও মাহমদা খাতুন মা-মেয়ে বলে জানান স্বজনরা।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।