হাছান মাহমুদ সুজন, কুতুবদিয়া:
আসন্ন কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী ও ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
প্রথম ধাপে কুতুবদিয়ায় (ইভিএমে) অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দু’দফায় মতবিনিময় সভার আয়োজন করেন তারা।
বুধবার (১লা-মে) সন্ধ্যায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরীর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবীণ আ’ লীগ নেতা শফিউল আলম কুতুবী, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা প্রমুখ।
চাঁদাবাজি মামলায় দীপক দাশসহ ৪ জন কারাগারে
এসময় ওই চেয়ারম্যান প্রার্থী সরকারের বিভিন্ন উন্নয়ন ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার নিমিত্তে তাহার নির্বাচনী প্রতীক (মোটরসাইকেল) ভোট প্রদানের আহ্বান জানান।
এদিকে বৃহস্পতিবার (২-মে) বিকেলে বড়ঘোপ কলেজ গেইটস্থ নির্বাচনী ক্যাম্পে বিভিন্ন সমর্থকদের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম।
নির্মমভাবে হত্যার শিকার উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তার বড় ভাই প্রয়াত এরশাদুল হাবিব রুবেলের স্বপ্ন বাস্তবায়নে দ্বীপের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে জনসাধারণের নিকট দোয়া এবং তাহার নির্বাচনী প্রতীক (ঘোড়া) মার্কায় ভোট চেয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন চলতি মাসের ০৮ তারিখ (ইভিএমে) অনুষ্ঠিত হবে।
খবর পড়ুন:
কক্সবাজার আদালতের সেরেস্তাদার নুর হোসেন আর নেই : শোক প্রকাশ
কুতুবদিয়ায় সাংবাদিকদের সাথে ২ চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।