পেকুয়া প্রতিনিধি:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দ শেষে বৃহস্পতিবার (২ মে) প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এদিন থেকে ১৮ দিন নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
এবিষয়ে পেকুয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আজ থেকে প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার কার্যক্রম চালাতে পারেন।
উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হবে। ভোটগ্রহণ শুরু হবে আগামী ২১ মে সকাল ৮টায়। এক্ষেত্রে ১৯ মে মধ্যরাত ১২টায় সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। এতে প্রার্থীরা মোট ১৮ দিন সময় পাচ্ছেন প্রচারের।
টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন জমা
চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন,রোমানা আক্তার (আনারস),শাফায়াত আজিজ রাজু (ঘোড়া),আবুল কাশেম(মোটরসাইকেল),এস এম গিয়াস উদ্দিন(টেলিফোন),ড.মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী সজিব(দোয়াত কলম)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ইতোমধ্যে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক ( টিউবওয়েল), মমতাজ উদ্দিন (চশমা), নাছির উদ্দিন বাদশা (মাইক),মাহবুবুল করিম (তালা চাবি) ,শাহাব উদ্দিন জারদারি (উড়োজাহাজ)।
নারী ভাইস চেয়ারম্যান পদে ইতোমধ্যে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন,বর্তমান নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট উম্মে কুলসুম মিনু ( ফুটবল),ইয়াসমিন সুলতানা ( কলসি), রাজিয়া সুলতানা ( প্রজাপতি)।
প্রতীক পেয়ে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।