টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের আরো ৪০ জন অস্ত্র সজ্জিত সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শুক্রবার(০৩ মে) মধ্যরাতে সাবরাংরাংয়ের আচার বুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৬ জন বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
নির্ভর যোগ্য সূত্র বলছে, শুক্রবার রাতে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তারপর বাস যোগে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে এদিন রাতে আরো ২২ জনকেও একই স্থানে রাখা হয়। বাকী ৪ জনকে নিরস্ত্রীকরণের কাজ করছে বিজিবি।
সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।