সিবিএন:
কক্সবাজার জেলা বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভা ৪ মে শনিবার কক্সবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ট হয় নাই, বর্তমানেও হবে না। তাই স্থানীয় সরকারের নির্বাচনের নামে আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকান্ডে বিএনপি অংশ গ্রহন করবেনা। বিরোধীদলের বর্জনের ডাকে জনগনের সাড়া দেখে আওয়ামীলীগ এখন দিশেহারা। তারা এখন বিভক্ত হয়ে স্থানীয় সরকারের নামে ডামি নির্বাচনে নেমেছে। স্থানীয় সরকারের নামে আ’লীগের ডামি নির্বাচনে জনগণ অংশ নেবে না
তিনি আরো বলেন, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রহসনের এসব নির্বাচনে অংশ না নেয়ার জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেতা কর্মীদের কাজ করার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল , বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ , জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলমগরি মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সি. সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল হক , রামু উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখর উদ্দিন ফরায়েজী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুর, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম কুতুবী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চকরিয়া পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম , জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল , জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এড. মোহাম্মদ ইউনুচ, কৃষকদল সভাপতি গিয়াস উদ্দিন আফসেল, জেলা ছাত্রদর সভাপতি শাহাদত হোসেন রিপন। পবিত্র কোরআন তেলোয়াত করেন জালাল উদ্দিন ভুট্টো ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।