মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
# জেলার সর্বোচ্চ সংখ্যক ভোটার চকরিয়ায়
# পুরুষ ভোটার ১৯৪০৩৭
# মহিলা ভোটার ১৬৭০৬৬
# সংসদ নির্বাচনের চেয়ে ভোট বেড়েছে ৭৮৫১ জন
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৩৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৬৬ জন। ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ৭৬৬ টি। চকরিয়া উপজেলায় ১টি ও ১৮ ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া উপজেলায় ভোটার ছিলো ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তুলনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বেড়েছে ৭ হাজার ৮৫১ জন। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, ভোটার সংখ্যার দিক থেকে কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে চকরিয়া উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী (দোয়াত কলম), সাবেক এমপি জাফর আলম (ঘোড়া), আবদুল্লাহ আল হাসান সাকিব (আনারস) ও বদিউল আলম (মোটর সাইকেল)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- মকছুদুল হক ছুট্টো-(বই), মহসিন বাবুল (টিউবওয়েল), তপন কান্তি দাশ (টিয়া পাখি), বেলাল উদ্দিন শান্ত (তালা), নুরুল আমিন (চশমা), মুবিনুল ইসলাম (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা (ফুটবল) ও জাহানারা পারভীন (হাঁস)।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।