এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

চকরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৫ মে) সন্ধ্যায় বায়তুশ শরফ সড়কস্থ পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় পৌরসভার সভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দীন মানিক ও সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ মুজিবুল হক মুজিব উক্ত কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি- হেলাল উদ্দিন, সাধারণত সম্পাদক নুরুল আলম বাবু নির্বাচিত হয়।

কমিটি ঘোষণা পরবর্তী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিবের সাথে শুভেচ্ছা বিনিময়ে করেন নবনির্বাচিত কমিটি সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতা-কর্মীরা।

চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু্র কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবো। আগামী উপজেলা নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম সাঈদীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করে যাবো।

খবর পড়ুন

সিইএইচআরডিএফ’র বর্জ্যমুক্ত সম্প্রদায় এবং স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ : দুই দিনে আহত ৫

জেলায় শ্রেষ্ঠ হওয়ায় অধ্যক্ষ ক্য থিং অং সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত