এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়ে কক্সবাজার থেকে ঢাকাগামী ৪ জন যাত্রী। এক ঘণ্টা পর দরজা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে কক্সবাজারের দমকল বাহিনী।

আজ শনিবার সকাল সোয়া ৯টায় বিমানবন্দরস্থ ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকে পড়ে। পরে ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। তারা সকলেই ইউএস বাংলার যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানা গেছে, সকালে বিমানবন্দরের লিফটের ভেতরে ইউএস-বাংলার বিমানের ৪ জন যাত্রী আটকা পড়েন। বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙ্গে যাত্রীদের উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফট আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা ইউএস বাংলার ফ্লাইটেই পরে ঢাকা ফিরেছেন।