সোয়েব সাঈদ, রামু:

রামুতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় খেলাঘর আসরের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করে, রামু কোমলমতি খেলাঘর আসর।

‘মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই’ শ্লোগানে অনুষ্ঠিত জাতীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না।

রামু কোমলমতি খেলাঘর আসরের সভাপতি রাজিব বড়ুয়া’র সভাপতিত্বে ও সনজিত দে’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবির, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, জেলা খেলাঘর সম্পাদক মণ্ডলীর সদস্য ধ্রবসেন দে, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি স্বপন বড়ুয়া, সংগীত শিল্পী ও শিক্ষক মানসী বড়ুয়া, নব-সৃজনী খেলাঘর আসরের সভাপতি মৃনাল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক, শিক্ষক নিরুপমা বড়ুয়া বেবী, রামু দরিয়া খেলাঘর আসরের সভাপতি মিনা মল্লিক, রম্য খেলাঘর আসরের সহ-সভাপতি শাপলা বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাঘর চর্চার মাধ্যমে আমাদের শিশুদের মানবিক বোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। প্রতিটি শিশুকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংস্কৃতি মানে শুধু নাচ, গান, নাটক নয়। সংস্কৃতি মানে আমাদের জীবনবোধ, আমাদের জীবনধারা। খেলাঘর শিক্ষা দেয় জীবনবোধে, মৈত্রী চর্চার।

নাচ-গানে আনন্দমুখর আয়োজনে কেক কেটে জাতীয় খেলাঘর আসরের প্রতিষ্ঠা বার্ষিকী উপদযাপন করে কোমলমতি খেলাঘর আসরের কোমলমতি শিল্পীরাসহ জেলা-উপজেলা খেলাঘর নেতৃবৃন্দ সহ সংস্কৃতি কর্মীরা।