টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে গুলিতে হত্যা করা হয়েছে।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলম ওই ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে স্থানীয় একটি সালিশের বৈঠকে যাচ্ছিলেন মোহাম্মদ আলম। ক্যাম্পের সি, ডি ও ই-ব্লকের সংযোগ সড়কের মোড়ে পৌঁছালে ৫ থেকে ৬ জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে পাশের একটি স্কুলে নিয়ে যায়। সেখানে মাথায় অস্ত্র ঠেকিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলে মারা যান মোহাম্মদ আলম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।