আজিজুর রহমান রাজু:
ঈদগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) রাতে ফাঁহাশিয়াখালী খেলার মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বোরহান উদ্দিন মাহমুদের পক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ।
মনসুর সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ।
বিশেষ অতিথির বক্তব্যে মাস্টার বকতার আহমদ তিনি বলেন, আমার ছেলে বোরহানকে ঈদগাঁও উপজেলার মানুষের সেবা করার জন্য দান করে দিয়েছি। আশা করছি, আপনারা মূল্যায়ন করবেন।
একটি স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মধ্যে রাতে স্বপ্ন দেখি আমার ছেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবায় কাজ করছে। সে স্বপ্ন থেকে আমি আমার সন্তানকে ঈদগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার পরামর্শ দিয়েছি।
কান্নাজড়িত কণ্ঠে ছেলে বোরহান উদ্দিন মাহমুদের জন্য একটি ভোট প্রার্থনা করেন মাস্টার বকতার আহমদ।
বক্তব্য রাখেন- অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, ফাঁহাশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার জাকির হোসেন, ইসলামাবাদ ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরুল ইসলাম (খুলু)।
বক্তারা আসন্ন ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে ইসলামাবাদ ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, ক্রীড়া সংগঠক ও তরুণ প্রজন্মের পথ নির্দেশক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বোরহান মাহমুদকে তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বোরহান উদ্দিন মাহমুদ বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি জনগণের অধিকার আদায়ে সচেষ্ট অগ্রণী ভূমিকা রাখবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে জনগণের হৃদয়ে থাকতে চাই।
আশা করি, ঈদগাঁও উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দিবেন। সংবর্ধনা উপলক্ষ্যে আলোচনা সভাশেষে দুই ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।