শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

তীব্র তাপপ্রবাহে কর্মব্যস্ত মানুষ, রিকশাচালক ও শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১১ মে) উপজেলা গেইট ও বড়ঘোপ বাজারসহ বিভিন্ন জায়গায় সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদের নেতৃত্বে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

কুতুবদিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ জানান, কুতুবদিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তাপপ্রবাহের মধ্যে কর্মব্যস্ত মানুষ, রিকশাচালক ও শিক্ষার্থীদের মধ্যে কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।