নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে দ্বীনি শিক্ষায় দক্ষ নাগরিক গড়ার প্রত্যয়ে যাত্রা করলো গ্রামার মাদরাসা। যেখানে মাত্র ৬ মাসে শিক্ষার্থীরা বাংলার পাশাপাশি আরবি ও ইংরেজিতে কথা বলতে পারবে। গড়ে উঠবে যোগ্য ও দেশ প্রেমিক নাগরিক।
রবিবার (১২ মে) দুপুরে শহরের আলির জাঁহাল এসএম পাড়া সড়কে এসএস মার্কেটে (সায়মা ওশান সিটি সংলগ্ন) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।
উদ্বোধনের দিনে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করেন মাদরাসার প্রধান তত্ত্বাবধায়ক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক আল মাদানী আল আজহারী।
এ সময় তিনি বলেন, প্রচলিত সিলেবাসে দক্ষ আলেম তৈরি সম্ভব না। নানা কারণে অনেক সম্ভাবনাময়ী শিক্ষার্থী মাঝপথে ঝরে পড়ছে। ঝরে পড়া রোধ করে সত্যিকার আলেম গড়ার প্রত্যয়ে গ্রামার মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
আল্লামা মাহমুদুল হক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পরিচর্যার অভাবে মা-বাবার স্বপ্ন পূরণ হয় না। প্রায় ৮০ শতাংশ হাফেজে কুরআন মাঝপথে ঝরে পড়ে।
কক্সবাজার গ্রামার মাদরাসায় পৈত্রিক মমতায় পড়ানো হবে। এখান থেকে একদিন দেশ সেরা আলেম তৈরি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা শফিউল হক জিহাদি, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার শফিকুল হক, গ্রামার মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম হোছাইনী, রামু মেরংলোয়া রহমানিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিক, আলির জাঁহাল ইসলামিয়া বালিকা মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
মাওলানা হাবিব উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক, শুভার্থীরা বক্তব্য রাখেন।