শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সেরার হওয়ার মুকুট অর্জন করেছে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়। সর্বোচ্চ সংখ্যক পাশের কৃতিত্ব দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এবার বিদ্যালয়টি থেকে ১৬৫ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। এর মধ্যে পাশ করেছে ১৬২ জন শিক্ষার্থী। পাশের হার ৯৮.১৮ ভাগ। অপরদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে শীর্ষে রয়েছে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ৫ জন জিপিএ,-৫ সহ ৪৫ জনে ৪৩ জন পাশ করেছে। পাশের হার ৯৭.৭৭ ভাগ।
এছাড়া, সর্বোচ্চ ৩১ জন জিপিএ-৫ সহ দ্বিতীয় স্থানে রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। ৩১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩০০ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৪.৩৪। প্রতিবারে শীর্ষে থাকা দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ এবার আগের সুনাম ধরে রাখতে পারেনি। এবার বিদ্যালয়টি থেকে ৩২৪ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন। পাশ করেছে ৩০১ জন। পাশের হার ৯২.৯০ ভাগ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে জিপিএ ৫ এর দিক থেকে শীর্ষে রয়েছে আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা। ১৪ জন জিপিএ ৫ সহ পাশের হার ৯০.৫৭। এছাড়া এ মাদরাসায় কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ৩৩ জনে পাশ করেছে ৩২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিগারুন নাহার জানান, উপজেলায় এবার এসএসসিতে ৯টি প্রতিষ্ঠান থেকে ১৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাশ করেছে ১৩১১ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯.৫৪ ভাগ। উপজেলার দাখিলে ৯টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।