সিবিএন ডেস্ক

ফের মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্তে কম্পন শুরু। এতে মানুষ আতঙ্কে সময় পার করছে।

মঙ্গলবার(১৪ মে) ভোর হতে সন্ধ্যা পর্যন্ত হ্নীলা, খারাংখালী, জাদিমুড়া, নাইট্যংপাড়া এলাকার সীমান্তের পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে ৩-৪ ঘণ্টা পরপর দূর থেকে কয়েকটি শব্দ সীমান্তের এপারে ভেসে আসে।

সীমান্তের বাসিন্দাদের ধারণা, আরাকান আর্মির দখল করা বিজিপি বা সরকার বাহিনীর ঘাঁটিতে তাদের অবস্থান জানান দিতে মাঝে মধ্যে মর্টারশেল বিস্ফোরণ ঘটাচ্ছে।

টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন বলেন, সকাল থেকে কয়েক ঘণ্টা পরপর মিয়ানমার হতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

হ্নীলার ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, দুপুরের দিকে মিয়ানমারের ওপার থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছি। তা নিয়ে এলাকায় তেমন কোনো আতঙ্ক নাই।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।