নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সাগর বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আনন্দ কুমার নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার সারতা মোল্লাপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সাগর বর্মন উপজেলার শ্রীপুকুর গ্রামের সুকুমার বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সারতা মোল্লাপাড়া গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালিয়ে আসছিলেন সাগর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। আহত অবস্থায় আনন্দকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরাধীনতার শিকলে ৭৬ বছর পার করলো গাজা
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
খবর পড়ুন
চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও নির্বাচনে অপরাধের বিচার করতে ৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও’তে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা
রামুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।