ফরিদুল মোস্তফা খান :
শান্তির ধর্ম ইসলাম নিয়ে যারাই ঘাটাঘাটি করেছে তারাই ইসলামের শ্রেষ্টত্ব খুজে মুসলিম হয়ে গেছে।
অনেকেই পরকাল অবিশ্বাস করে গবেষনা করতে গিয়ে বিশ্বাসী হয়ে গেছেন।
পৃথিবী একদিন ধ্বংস তথা কিয়ামত হবে।
সর্বশক্তিমান আল্লাহ আমাদের পুনরুজ্জিবীত করে কৃত কর্মের ফলাফল জান্নাত বা জাহান্নামের অধিবাসী করবেন।
সে খানে আমাদের চিরকাল থাকতে হবে।
কাজেই আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা আমাদের সকলের জন্য বাধ্যতামুলক।
অন্যথায় করুন পরিনতি ভোগ করতে হবে।
এতে কোন সন্দেহ নেই।
কথাগুলো বলেছেন, জাতীয় সংসদের হূইপ কক্সবাজার সদর রামু ঈদগাহ আসন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সারওয়ার কমল এমপি।
আঞ্জুমানে বায়তুশরফ কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড বৃহত্তর কুতুবদিয়া পাড়া শাখা আয়োজিত মাহফিলে ইছালে সওয়াবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
১৫ মে রাতে কক্সবাজার শহরের সমিতি পাড়া এলাকায় এই অনুষ্ঠানে কমল এসব কথা বলেন।
বাদে জোহর খতমে কুরআন, বাদে আসর আলোচনা, বাদে মাগরিব জিকির তওবা ইস্তেগফার ও সর্বশেষ মোনাজাতের মধ্যেদিয়ে একই দিন দিবাগত রাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এতে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা ড, মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও বায়তুশরফের সম্মানিত পীর হজরত মাওলানা আবদুল হাই নদভী ম.জি.আ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল ও কক্সবাজার সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আবছার।
অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ছিলেন
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এস.আইএম আকতার কামাল ও যুগ্ন আহবায়ক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আতিক উল্লাহ কোম্পানি।
সভাপতিত্ব করেন বায়তশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।