সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে সুরক্ষা সামগ্রী ও ওষুধ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

এসময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীদের ভুমিকাই মূখ্য। তাই, কর্মীদের উপযুক্ত পারিশ্রমিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে পৌরসভার ৩০০ পরিচ্ছন্নতা কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এরপর মেয়র মাহাবুর রহমান পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, গ্লাভস, গাম বুট, গাউন, স্যানিটাইজার, স্যানিটারী প্যাড ইত্যাদি।
এই সময় সকল পরিচ্ছন্নতা কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চার ধরণের টেস্ট যথাক্রমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নির্ণয়, রক্ত গ্রুপ নির্ণয় ও ওজন নির্ণয় করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে নানা রোগের ঔষধ সরবরাহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আক্তার কামাল আজাদ ও এম এ মনজুর, বস্তী উন্নয়ন কর্মকর্তা শামীম আক্তার, স্যানেটারী ইন্সপেক্টর আবদু রহিম প্রমুখ।