সংবাদ বিজ্ঞপ্তি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে” প্রতিপাদ্য নিয়ে ৯-১৫ মে ২০২৪ থেকে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতি বছরের মতো পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
সপ্তাহব্যাপী এ আয়োজন উপলক্ষে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইউএসএআইডি’র ইকোফিশ-২, বাংলাদেশ মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে প্রান্তিক পর্যায়ে যৌথভাবে বেশ কিছু সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার বিষয়ে জনসচেতনতা তৈরিই জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য। ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পের উখিয়া উপজেলার মনখালি গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতা সভার আয়োজন করেছে। উক্ত সভায় প্রায় ৬০ জন মৎস্যজীবী নারীর সমন্বয়ে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচেতনতামূলক অনুষ্ঠানে নির্ধারিত পুষ্টি বার্তা, মা ও শিশুর জন্য বৈচিত্র্যময় পুষ্টিকর খাবার সম্পর্কে উপস্থিত অতিথিগণ বিশদ আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের প্রান্তিক মৎস্যজীবী পরিবারগুলোতে কীভাবে পারিপার্শ্বিক পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতিতেও পুষ্টিকর খাবার খাওয়া যায়, এ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে পুষ্টিকর খাদ্য প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের উৎসাহমূলক পুরষ্কার প্রদান করা হয়।