মো.আজিজুল হক আজিজ, কুতুবদিয়া:

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছেন কুতুবদিয়ার তাজনীন মেহেজাবীন চৌধুরী।

বুধবার ১৫ মে ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ঢাকায় আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মো:ফরিদুল হক খান এমপির হাত থেকে জাতীয় সম্মাননা সনদ ও পুরুষ্কার গ্রহণ করেন তাজনীন মেহেজাবীন চৌধুরী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব মু.আ: হামিদ জামাদ্দার। ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ড.বশিরুল আলম সহ অনান্যরা।

সে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর কৃতি শিক্ষার্থী।

তাজনিন মেহেজাবিন চৌধুরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুর্ব আলী ফকির ডেইল চৌধুরী বাড়ির ব্যবসায়ী ফারুক চৌধুরীর বড় মেয়ে ও মাতা শাহীন আকতার সহকারী শিক্ষক আনোয়ারা, ডুমুরিয়া রুদ্ররা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কৃতি শিক্ষার্থী তাজনীন মেহেজাবিন চৌধুরী ইতিপূর্বেও বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তি পরীক্ষা ও প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন এবং বঙ্গবন্ধু অলিম্পিয়াড অনলাইন গেইম প্রতিযোগিতা-২০২২ সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৫৩,৮৭৫ স্কোর করে প্রথম স্থান অর্জন করে মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি হাত থেকেও পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য,তিনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৩ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তব্যে ৩য় স্থান অধিকার করেছেন।

আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন কুতুবী জানিয়েছেন, অদম্য মেধাবী দশম শ্রেণির শিক্ষার্থী তাজনীন মেহেজাবিন চৌধুরী। প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অর্জন করছে । ইতিপূর্বে সে বিভিন্ন প্রতিযোগিতা স্কুল, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছেন।
তিনি আরও জানান,তাজনীন মেহেজাবীন চৌধুরী প্রখর মেধাসম্পন্ন শিক্ষার্থী। এভাবে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সে দেশের সম্পদে পরিনত হবে। মেহেজাবিন চৌধুরী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।তার এই ধারাবাহিক অর্জন স্কুলের সুনাম বয়ে আনছে।

সন্তানের এই সাফল্যে গর্বিত পিতা-মাতা মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই ধারাবাহিকতা অব্যাহত সহ ভবিষ্যতে আরো সফলতা অর্জনে সকলের কাছে দোয়া কামনা করেছেন।