দেলওয়ার হোসাইন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় সরকারি খাস খতিয়ানের জমি প্লট হিসেবে বিক্রি ও জমির টপ সয়েল লুট করে আসছিল একটি সিন্ডিকেট চক্র। ওই সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে পেকুয়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উজানটিয়া ইউনিয়নের ফোরকানের দোকান এলাকায় অভিযান চালিয়ে সিন্ডিকেট চক্রের এক সদস্যকে মাটি কাটার এস্কেভেটর সহ আটক করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম এ অভিযান পরিচালনা করেন।
এসময় ১নং খাস খতিয়ানভূক্ত সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটক মোহাম্মদ ইসমাইল (৪৫)কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, সরকারি জায়গা প্লট হিসেবে বিক্রি করছিল একটি চক্র, তাদের এক সদস্যকে অর্থদন্ড দেওয়া হয়েছে। ‘সরকার জায়গা,নদীর জায়গা অবৈধ ভাবে দখলকারী ও জমির টপ সয়েল লুন্ঠনকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এ সমস্ত সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।