নিজস্ব প্রতিবেদক:
তারকা মানের হোটেল সী প্যালেসে হঠাৎ বেজে উঠে বিপদের সাইরেন। সর্বত্র আগুন লাগার খবর। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় কয়েকটি রুম। আগুন লাগার খবরে বেড়ে যায় হইহুল্লোড়। তাড়াহুড়ো করে হোটেল থেকে বের হতে গিয়েই অনেকেই আহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দক্ষ একটি টিম। তাদের সাথে যোগ দেয় হোটেলের প্রশিক্ষিত অগ্নিনির্বাপক দলের সদস্যরা। সবার সমন্বিত প্রয়াসে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে বেঁচে যায় অনেক তাজা প্রাণ।

শনিবার (১৮ মে) ফায়ার সার্ভিসের একটি মহড়ায় এই দৃশ্য ফুটিয়ে তোলা হয়। স্থানীয় সরকার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার পৌরসভা ও এশিয়ান ডিসেসটার প্রিপ্যারেডনেস (এডিপিসি) এর যৌথ উদ্যোগে এই মহড়ার আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী মহড়ার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম তারিকুল আলম, কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ—পরিচালক অতীশ চাকমা, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, এডিপিসি এর টেকনিক্যাল লিড মোনা আনন্দ, ফিল্ড কো—অর্ডিনেটর সুবিমল বড়–য়া, ইন্টার্ন রিদায়ানুল ইসলাম ও তুনাজ্জিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নি দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে হবে। হঠাৎ আগুন লাগলে আতংকিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ফায়ার সার্ভিসের মহড়ার মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানা যায়। তাই এমন মহড়া ও প্রশিক্ষণ সর্বত্র করা উচিত। যাতে অগ্নি দুর্ঘটনা রোধ করা যায়। মহড়া পরিচালনা করেন কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচায্যর্।