আনোয়ার হোছাইন,ঈদগাঁও:

দেরিতে হলেও গণমাধ্যমে এসেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান -মেম্বারদের সরকারি গেজেট। গেজেটটি সংশ্লিষ্ট কতৃপক্ষ ৭ মে প্রকাশ করলেও ১৯ মে রবিবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নের বহুল কাংখিত ও প্রত্যাশিত নির্বাচন দীর্ঘ প্রায় আট বছর পর বিগত ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদগাঁও সদর ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদে আবদুর রাজ্জাক,ইসলামপুরে মওলানা দেলোয়ার হোসাইন, জালালাবাদে আলমগীর তাজ জনি ও পোকখালীতে রফিক আহমদ নির্বাচিত হয়েছেন।যদিওবা পোকখালী ইউনিয়নের ফলাফল নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। পোকখালী ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা পূর্ব সহিংসতার জেরে পুলিশের দায়ের করা মামলায় ইতিমধ্যে নির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ কারাগারে রয়েছেন। এছাড়াও এ কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে একাধিক প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ এবং মামলাও দায়ের করেছে।যা সংশ্লিষ্ট কমিশন আমলে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।