নিজস্ব প্রতিবেদক:
রামুর মধ্যম উমখালী আবু বক্কর পাড়া মারকাযুত তাকওয়া বালিকা হিফয মাদরাসার সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ মে) সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সবক প্রদান করেন চাইল্লাতলি আজিজিয়া রশিদিয়া মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা রহমত উল্লাহ।
হাফেজ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ক্বারী সৈয়দ করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজারকুল জামালুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
সবক প্রদান অনুষ্ঠান শেষে গেল বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকরী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় মারকাজুত তাকওয়া বালিকা হিফয মাদরাসার সহকারি পরিচালক হাফেজ মিজানুর রহমানসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রহমত উল্লাহ।
উল্লেখ্য, মারকাযুত তাক্বওয়া বালিকা হিফয মাদরাসা ২০২৩ সালে যাত্রা করেছে। প্রতিষ্ঠার মাত্র এক বছরে উপযুক্ত পাঠদানে যথেষ্ট সুনাম কুড়িয়েছে এলাকায়। মাদরাসাকে এগিয়ে নিতে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।