সংবাদ বিজ্ঞপ্তি:
ইউএসএআইডি’র ইকোফিশ-২ অ্যাক্টীভিটি উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে ইকোসিসটেম উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক স্কুল কাম্পেইন এর আয়োজন করা হয়। উক্ত স্কুল কাম্পেইনে নবম ও দশম শ্রেণির মোট ১৫৬ জন শিক্ষাথী অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার।
এছাড়া, আয়োজক ইকোফিশ-২ অ্যাক্টীভিটির পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক মহোদয়ও উপস্থিত ছিলেন। ইকোসিসটেম (Ecosystem), জীববৈচিত্র্য (Biodiversity), মেগাফনা বা বড় প্রাণী (Megafauna), ঘোষ্ট ফিশিং বা ভৌতিক মৎস্য আহরণ (Ghost fishing), জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব (Causes & Impacts of Climate Change) প্রভৃতি বিষয় আলোচনা করেন ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ অ্যাক্টীভিটির গবেষণা সহকারী আয়েশা রাহী নূর ও গবেষণা সহযোগী, শেখ মোঃ সাঈফ ঊল হক চিশতী। আলোচনায়, ইচ্ছাকৃতভাবে মেগাফনা বা সামুদ্রিক জলজ প্রাণী আহরণ ও ব্যবহার বন্ধ করণে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে জলজ প্রাণী যদি জালে আটকে যায়, তবে কোন ক্ষতি না করে বা আহত না করে জীবীত ছেড়ে দেয়ার আহবান করা হয়।