সংবাদ বিজ্ঞপ্তি:
ইউএসএআইডি’র ইকোফিশ-২ অ্যাক্টীভিটি উখিয়া উপজেলার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ে ইকোসিসটেম উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক স্কুল কাম্পেইন এর আয়োজন করা হয়। উক্ত স্কুল কাম্পেইনে নবম ও দশম শ্রেণির মোট ১৫৬ জন শিক্ষাথী অংশগ্রহন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার।
এছাড়া, আয়োজক ইকোফিশ-২ অ্যাক্টীভিটির পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের শিক্ষক মহোদয়ও উপস্থিত ছিলেন। ইকোসিসটেম (Ecosystem), জীববৈচিত্র্য (Biodiversity), মেগাফনা বা বড় প্রাণী (Megafauna), ঘোষ্ট ফিশিং বা ভৌতিক মৎস্য আহরণ (Ghost fishing), জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব (Causes & Impacts of Climate Change) প্রভৃতি বিষয় আলোচনা করেন ওয়ার্ল্ডফিশ এর ইকোফিশ-২ অ্যাক্টীভিটির গবেষণা সহকারী আয়েশা রাহী নূর ও গবেষণা সহযোগী, শেখ মোঃ সাঈফ ঊল হক চিশতী। আলোচনায়, ইচ্ছাকৃতভাবে মেগাফনা বা সামুদ্রিক জলজ প্রাণী আহরণ ও ব্যবহার বন্ধ করণে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে জলজ প্রাণী যদি জালে আটকে যায়, তবে কোন ক্ষতি না করে বা আহত না করে জীবীত ছেড়ে দেয়ার আহবান করা হয়।
উখিয়ায় জীববৈচিত্র্য বিষয়ক স্কুল কাম্পেইন
