মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ কেন্দ্রের ফলাফলে দোয়াতকলম প্রতীকের প্রার্থী ফজলুল করিম সাঈদী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এনিয়ে ফজলুল করিম সাঈদী টানা ২ বার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেক এমপি জাফর আলম।
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৩৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৬৬ জন। চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ রিটার্নিং অফিসার এবং চকরিয়ার ইউএনও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।