আতিকুর রহমান মানিক:
কক্সবাজারের ঈদগাঁওতে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্র মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে। এতে নিহত ছফুর আলম (৩৪) একই এলাকার নুর উদ্দিনের ছেলে ও পেশায় লবণ চাষী বলে জানা গেছে।
স্হানীয়রা জানান, ঈদগাঁওতে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের পক্ষ বিপক্ষ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে একই এলাকার জনৈক মোর্শেদ উত্তেজিত হয়ে ছফুর আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পেটের বামপাশে ছুরিবিদ্ধ হয়ে প্রচুর রক্তক্ষরণ হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের আত্নীয়-স্বজনরা জানান,
ঘাতক মোর্শেদ একই এলাকার মৌলভী আলমের ছেলে।
এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা সিবিএন’কে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন মামলা হয়নি বলেও জানান ওসি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।