মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
# সংঘর্ষে ঈদগাঁওতে নিহত-১
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোঃ শাফায়েত আজিজ রাজু এবং ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে আবু তালেব বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রিটার্নিং অফিসার ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন।
ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচনী সংঘর্ষে পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ছফুর আলম (৩৫) নামক একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় মালমুড়া পাড়ার নুর উদ্দিনে পুত্র এবং সে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া আবু তালেবের কর্মী বলে জানা গেছে।
চকরিয়া উপজেলা :
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে দোয়াতকলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি জাফর আলম ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ জাজার ২৮২ ভোট। ২ জনের ভোটের ব্যবধান এক হাজার ৬৭১ ভোট। চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে আবদুল্লাহ আল হাসান আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৩২৬ ভোট এবং বদিউল আলম মটর সাইকেল প্রতীক নিয়ে এক হাজার ২ ভোট পেয়েছেন।
এছাড়া চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে তালাচাবি প্রতীক নিয়ে বেলাল উদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং হাস প্রতীক নিয়ে জাহানারা পারভিন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ১১৪ টি ভোট কেন্দ্রে মোট ৩ লক্ষ ৬১ হাজার ১০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৩৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ৬৬ জন। ভোট কাস্ট হয়েছে এক লক্ষ ২৪ হাজার ৮০ টি। বৈধ ভোট এক লক্ষ ২৩ হাজার ৫৬৩ টি। বাতিল হয়েছে ৫১৭ টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৩৪’৩৬ ভাগ।
পেকুয়া উপজেলা :
পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৪৪ টি ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাফায়েত আজিজ রাজু ২২ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রোমেনা আক্তার পেয়েছেন ১৮ হাজার ১৮৭ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৪ হাজার ৭৭৪ ভোট।
পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে আবুল কাসেম পেয়েছেন ৬ হাজার ৬৭৩ ভোট, দোয়াতকলম প্রতীক নিয়ে মোঃ আশরাফুল ইসলাম সজীব পেয়েছেন ৬ হাজার ১৬৯ ভোট এবং টেলিফোন প্রতীক নিয়ে এস.এম গিয়াস উদ্দিন পেয়েছেন ৪৮৯ ভোট।
এছাড়া, পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে তালাচাবি প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহবুবুল করিম এবং কলস প্রতীক নিয়ে ইয়াসমিন সুলতানা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৪৪ টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৩৫ হাজার ৩০০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৩ হাজার ৯৯৪ জন। মহিলা ভোটার ৬১ হাজার ৩০৬ জন।পেকুয়াতে ভোট কাস্ট হয়েছে মোট ৫৪৭০৬ টি। বৈধ ভোট ৫৪৪৭৯ টি। বাতিল হয়েছে ২২৭টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৪০’৪৩ ভাগ।
ঈদগাঁও উপজেলা :
ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ৩৬ টি ভোট কেন্দ্রে টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব ১৬ হাজার ৬৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আলম মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৬৩৮ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ৪ হাজার ৩৪ ভোট। চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম আকবর ৬ হাজার ২১ ভোট, দোয়াতকলম প্রতীকের প্রার্থী কুতুবউদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৪৫ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী নুরুল কবির পেয়েছেন ২০৭ ভোট।
এছাড়া, ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে চশমা প্রতীক নিয়ে আহমদ করিম সিকদার পুরুষ ভাইস চেয়ারম্যান এবং কলস প্রতীক নিয়ে কাউসার জাহান মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ৩৬ টি ভোট কেন্দ্রে মোট ৮৮ হাজার ৭৬০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৮ জন। মহিলা ভোটার ৪০ হাজার ৫১২ জন। ঈদগাঁও উপজেলায় ভোট কাস্ট হয়েছে ৩৬ হাজার ৬৭৬ টি। বৈধ ভোট ৩৬ হাজার ৫৮৩ টি। বাতিল হয়েছে ৯৩টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৪১’৩২ ভাগ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।