আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
কক্সবাজারের ঈদগাঁওতে হিট স্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে গেলেন এক ব্যাংকার।
বুধবার (২২ মে) সন্ধ্যা রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঈদগাঁও চাউল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ লোকটি দাঁড়ানো থেকে মাটিতে ঢলে যান।এসময় প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছবিসহ এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অপরিচিত এ লোকের পরিচিতি প্রকাশ হয়।তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নস্থ গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত বলে জানা যায়।
তার নিজ বাড়ি কুমিল্লায় এবং তার নাম শাহজাহান বলে জানা গেলেও নিজ এলাকার পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।