গাজায় ইসরায়েলের অভিযানে মদতদাতাদের তুলাধুনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজা উপত্যকায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কতিপয় দেশের মদদে এটি করছে তারা।

বুধবার (২২ মে) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের অভিযানের সমর্থনকারীদের সমালোচনা করে এরদোয়ান বলেন, যে-সব দেশ মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান দেয় তাদের অস্ত্র ও সমর্থন নিয়ে এ গণহত্যা চালাচ্ছে তারা।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ইন্টারন্যাশনাল বেনেভোলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলের এ রক্তপাতের সঙ্গে সেসব দেশও জড়িত যারা তাদের রসদ ও সামরিক সহায়তা দিয়ে আসছে।

এরদোয়ান বলেন, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২২৯ দিনে গাজা শিশুদের কবরস্থানে পরিণত হয়েছে। তাদের অবরোধের কারণে ইসরায়েল এখন উন্মুক্ত কারাগার বলেও মন্তব্য করেন তিনি।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের পেছনে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ ফিলিস্তিনে গণহত্যা রোধ করা যাবে না। ইসরায়েল এ যুদ্ধে হেরে গেছে। বিশ্ব মানবতার সমালোচনার মুখে পড়েছে দেশটি।

এ সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইউরোপের তিন দেশের সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। এ ছাড়া অন্য দেশগুলোর প্রতি এমন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। এরদোয়ান বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেনের ঘোষণায় আমি অত্যন্ত প্রফুল্ল।

এর আগে বিবিসি জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। ছোট্ট এই উপত্যকায় ইসরায়েল নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে, এই বাণিজ্য স্থগিতাদেশ সব ধরনের পণ্যের আওতায় পড়বে। ইসরায়েল সরকার গাজায় নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘স্বৈরশাসকের’ মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। এক এক্স বার্তা তিনি বলেন, এরদোয়ান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ক্ষুণ্ন করছেন।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।