নিজস্ব প্রতিবেদক :

রাতদিন ২৪ ঘণ্টায় অ্যাম্বুলেন্স সার্ভিস, ফার্মেসি, সর্বসাধারণের সু-চিকিৎসার ব্রত নিয়ে চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সুনিশ্চিত লক্ষ্যে টেকনাফের হ্নীলার প্রাণকেন্দ্রে অবস্থিত “হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার”। কয়েকজন মানবিক চিকিৎসক ও তরুণের উদ্যোগে গড়ে তোলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক ও ডক্টরস চেম্বার শুভ-উদ্বোধন করা হয়। শুক্রবার (২৪ মে) সকালে পানখালী সড়কে অবস্থিত দৃষ্টিনন্দন হেলথ কেয়ার ও ডক্টর চেম্বারের উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ক্বারী মকসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর চন্দ্র দেবনাথ। উদ্বোধক ছিলেন-চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ মো: শাহেদ।
বিশেষ অতিথি ছিলেন-উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জুনিয়র কার্ডিও লিস্ট টেকনাফের কৃতি সন্তান ডা. হাফেজ মুজিবুল হক, হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী
ডা: আযাদ মোহাম্মদ নুরুল হোসাইন, হ্নীলা ইউনিয়ন পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মুফিজুর রহমান, সাবেক মেম্বার আলী আহমদ, হ্নীলা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী ডা: দেলোয়ার হোসাইন ও হ্নীলা হেলথ কেয়ার এর আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু বকর আল রাজি মুন।
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সদস্য মৌলানা আবুল হাশেম, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুল আলম, হ্নীলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, রাজনীতিবিদ আবছার কামাল নোবেল, সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক জিয়াউল হোসাইন কায়সার ও ফয়সাল আমিন দুর্জয়।
এছাড়া বিভিন্ন ল্যাব-হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দসহ হ্নীলার বিভিন্ন বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কম খরচে সর্বসাধারণের নাগালে চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এই সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে। বৃহত্তর হ্নীলার মানুষের জন্য আধুনিক ও মান সম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে বিশেষায়িত ডক্টরস চেম্বার এন্ড ডায়াগনস্টিকের যাত্রা। স্বল্প খরচে আধুনিক মানের সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর হতে হবে প্রতিষ্ঠানের সবাইকে।
বক্তারা আরো বলেন, ল্যাবে যাতে অভিজ্ঞ টেকনিশিয়ান, নার্স, কর্মচারী সেবায় নিয়োজিত থাকেন। চিকিৎসার পাশাপাশি সবার আচরণ আর বিভিন্ন ফি ও ওষুধের দাম সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় হেলথ কেয়ার এণ্ড ডায়াগনস্টিক সেন্টার এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আবু বকর আল মামুন।
ব্যবস্থাপনা পরিচালক মো: জুবাইর ওসমান জানান, হ্নীলার প্রাণকেন্দ্রে এই প্রথম ২৪ ঘন্টা খোলা রেখে অ্যাম্বুলেন্স ও ফার্মেসিসহ নিয়মিত ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে স্বল্পমূল্যে অত্যাধুনিক চিকিৎসা সেবা দেওয়া হবে। এখানে যে সকল যন্ত্রপাতি আছে সব আধুনিকমানের। সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডক্টর চেম্বার, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফী আধুনিক পরীক্ষা-নিরীক্ষাসহ নানান সুবিধা। ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, এক্সরে, অভিজ্ঞ ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা সার্বক্ষণিক ডায়াগনস্টিক সেবা ও ফার্মেসি সেবার সুবিধা থাকবে।
সর্বসাধারণ মানুষের হয়রানিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য ।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন-হেলথ কেয়ার এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু বকর আল মাসুদ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন-হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফছার উদ্দিন কাসেমী।