বলরাম দাশ অনুপম:

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পর্যটন জেলা কক্সবাজারে ভারী বৃষ্টিপাতে ডুবেছে বিভিন্ন এলাকা। সোমবার (২৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই বৃষ্টিপাতে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ।

রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সকাল হতেই এর তীব্রতা বাড়তে থাকে। বৃষ্টির সঙ্গে শুরু হয় ঝড়ো বাতাস। এর মধ্যে বিভিন্ন এলাকার দোকান, বাসা-বাড়ি ও অলি-গলির রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।

দুপুর ২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছিল।

এদিকে শহরের বৌদ্ধ মন্দির সড়ক, গোলদিঘীর পাড়, এসএম পাড়া, টেকপাড়া, বাজারঘাটা, পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

জলাবদ্ধতার কারণে অনেকে কর্মস্থলে যেতে পারেননি। আবার অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন। কোথাও কোথাও হাঁটু সমান পানিও জমেছে। অনেককে আবার এই পানি মাড়িয়ে কর্মস্থলে ছুটতে দেখা গেছে।

টেকপাড়ার বাসিন্দা সংবাদকর্মী আজিজ রাসেল বলেন, সকাল হতেই ঘরে পানি ঢুকেছে।

বৌদ্ধ মন্দির সড়কের বাসিন্দা কাজল দাশ কাজ করেন একটি বেসরকারি কোম্পানিতে। তিনি বলেন, রাস্তার হাঁটুর কাছাকাছি পানি উঠে গেছে। কিন্তু এর মধ্যে অফিসে যেতে হচ্ছে, কিছু করার নেই।