আনোয়ার হোছাইন, ঈদগাঁও:
সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় জড়িতের ঘটনায় দায়েরকৃত পৃথক দু’টি মামলা থেকে জামিন পেলেন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের টানা দ্বিতীয়বারেরমত নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ।

২৮ মে (মঙ্গলবার) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত জামিন মঞ্জুর করেন বলে জানান রফিক আহমদের আইনজীবীরা।

এদিকে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদের জামিনের সংবাদ এলাকায় পৌছালে তার কর্মী- সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করে।

উল্লেখ্য, বিগত ২৮ এপ্রিল ভোট গণনার সময় কর্তব্যরত পুলিশ ও সংশ্লিষ্ট কেন্দ্রে নিয়োজিত নির্বাচন কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে ব্যালেট বাক্স ছিনতাই চেষ্টা ও মারধরের অভিযোগ তুলে ২৯ এপ্রিল পুলিশ পরিদর্শক এসএম শাকিল হাসান বাদী হয়ে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা পরবর্তী চেয়ারম্যান রফিক আহমদ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এক সপ্তাহের অস্থায়ী জামিন দেন আদালত।

পরে মেডিকেল রিপোর্ট আদালতে পৌঁছলে ১৪ মে জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় আত্মসমর্পণ করেন চেয়ারম্যান রফিক আহমদ। এ দিন আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরইমধ্যে নির্বাচনী কাজে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে ঈদগাঁও থানায় আরো একটি মামলা দায়ের করেন জেলা নির্বাচন অফিসার মোঃ নাজিম উদ্দীন।

লক্ষণিয় যে, রফিক আহমদ ২০১৬ সালে কারাগারে থাকাবস্থায় ঢোল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। প্রায় ৮ বছর পর অনুষ্ঠিত হওয়া গত ২৮ এপ্রিলের নির্বাচনে আবারো ঢোল প্রতীকে অংশ গ্রহণ করে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবার তিনি জয় পরবর্তী জেলে যান।