হ্যাপী করিম, মহেশখালী:
উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদীন।
মঙ্গলবার (২৮ শে মে) সকাল সাড়ে ১১টার দিকে প্রথম বারের মত নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
চট্টগ্রাম সার্কিট হাউসে হলরুমে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান.. বিভাগীয় কমিশনার এনডিসি (অতিরিক্ত সচিব) তৌফায়েল ইসলাম।
শপথ গ্রহণ শেষে উপজেলা চেয়ারম্যান জয়নাল বলেন.. উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে মহেশখালী উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আমি সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়ন ও সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
উল্লেখ্য- গত ৮ ই মে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান নুরুল আবছার ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ বিন কাশেম”সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের’কেও শপথবাক্য পাঠ করান এ সময় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।