মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে জাহাঙ্গীর কবির চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী।
বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন।
প্রসঙ্গত, উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উখিয়া উপজেলা পরিষদের আজকের নির্বাচনে অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।