মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু উপজেলা পরিষদের নির্বাচনে সিরাজুল ইসলাম ভূট্টো, উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে জাহাঙ্গীর কবির চৌধুরী এবং টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে জাফর আহমদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (২৯ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। তবে দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারণে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোট গ্রহণের জন্য কর্মকর্তারা সেন্টমার্টিন যেতে নাপারায় সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের একমাত্র ভোট কেন্দ্র জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার রয়েছে ৩ হাজার ৭১৩ জন। সেন্টমার্টিনের ভোটার সংখ্যার চেয়ে আরো অধিক ভোটের ব্যবধানে জাফর আহমদ চেয়ারম্যান পদে, সরওয়ার আলম পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং মর্জিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় স্থগিত থাকা সেন্টমার্টিনে নিয়ম অনুযায়ী আর ভোট গ্রহণের প্রয়োজন নেই। রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। এ তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটোয়ারী রিটার্নিং অফিসার এবং তিনটি উপজেলার উপজেলা নির্বাচন অফিসারগণ নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
রামু উপজেলা :
রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪ টি ভোট কেন্দ্রে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূট্টো ৪৩ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল সরওয়ার কাজল পেয়েছেন ১৬ হাজার ৯৮৪ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ২৬ হাজার ৮১৯ ভোট। রামু উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অপর প্রার্থী মুকট প্রতীক নিয়ে মোহাম্মদ ইউসুফ ইকবাল পেয়েছেন ২ হাজার ১২৪ ভোট। রামু উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো রামু’র ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে রামু উপজেলা পরিষদের গতকাল অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেন।
এছাড়া, রামু উপজেলা পরিষদের নির্বাচনে চশমা প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল্লাহ সিকদার এবং প্রজাপতি প্রতীক নিয়ে ৩৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে মুসরাত জাহান মুন্নী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৬৪টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন। রামুতে গতকাল ভোট কাস্ট হয়েছে মোট ৬৩ হাজার ১৪১ টি। বৈধ ভোট ৬২৯১১ টি। বাতিল হয়েছে ২৩০টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৩৩’৭৭ ভাগ।
উখিয়া উপজেলা :
উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২ টি ভোট কেন্দ্রে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ জাজার ৫২১ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ১১ হাজার ৭ ভোট। চেয়ারম্যান পদে অপর প্রার্থী জাফর আলম চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে এক হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উখিয়া উপজেলা পরিষদের আজকের নির্বাচনে অংশ নেন।
এছাড়া উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে তালাচাবি প্রতীক নিয়ে ২২ হাজার ৫৯৫ ভোট পেয়ে সাংবাদিক রাসেল চৌধুরী পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হাঁস প্রতীক নিয়ে শাহীন আক্তার ২৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন্নেছা বেবি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৬০ ভোট। ২ জনের ভোটের ব্যাবধান মাত্র ৫১৫ ভোট।
উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৬২টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। মহিলা ভোটার ৭৩ হাজার ১৪ জন। ভোট কাস্ট হয়েছে মোট ৬৭ হাজার ৮১৪ টি। বৈধ ভোট ৬৭ হাজার ৫৮৮ টি। বাতিল হয়েছে ২২৬ টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৪৪’৭৩ ভাগ।
টেকনাফ উপজেলা :
টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে ৫৯ টি ভোট কেন্দ্রে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদ ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ১৬ হাজার ৪৬৬ ভোট। দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারণে টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোট গ্রহণের জন্য কর্মকর্তারা সেন্টমার্টিন যেতে নাপারায় সেখানে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। সেন্টমার্টিন ইউনিয়নের একমাত্র ভোট কেন্দ্র জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার রয়েছে ৩ হাজার ৭১৩ জন। সেন্টমার্টিনের মোট ভোটার সংখ্যার চেয়ে আরো অধিক ভোটের ব্যবধানে জাফর আহমদ চেয়ারম্যান পদে, সরওয়ার আলম পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং মর্জিনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় স্থগিত থাকা সেন্টমার্টিনে বিধি অনুযায়ী আর ভোট গ্রহণের প্রয়োজন নেই।
টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে টিউবওয়েল প্রতীক নিয়ে সরওয়ার আলম ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা রফিক উদ্দিন মাইক প্রতীক নিয়ে ৩৫ হাজার ১৫৪ ভোট পেয়েছেন। ২ জনের ভোটের ব্যাবধান ৩ হাজার ৮৮১ ভোট। কলস প্রতীক নিয়ে মর্জিনা আক্তার ৫৬ হাজার ৬৮১ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরা আক্তার মিলি পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৬০৩ ভোট। ২ জনের ভোটের ব্যাবধান ৪০ হাজার ৭৮ ভোট।
টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রে মোট ১ লক্ষ ৮০ হাজার ৪২০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৯১ হাজার ৮৮০ জন। মহিলা ভোটার ৮৮ হাজার ৫৩৮ জন। তারমধ্যে, স্থগিত থাকা সেন্টমার্টিন ইউনিয়নের একমাত্র ভোট কেন্দ্র জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার রয়েছে ৩ হাজার ৭১৩ জন। টেকনাফে হিজড়া ভোটার রয়েছে ২ জন। কক্সবাজার জেলার টেকনাফ ছাড়া অন্য কোন উপজেলায় হিজড়া ভোটার নাই।
গতকাল বুধবার অনুষ্ঠিত তিনটি উপজেলার নির্বাচনের মাধ্যমে কক্সবাজারের ৯টি উপজেলার প্রত্যেকটিতে উপজেলা নির্বাচন শেষ হলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।