এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
মুজিবুল হক মুজিব,একজন সদা হাস্যোজ্জ্বল সদালাপি মানুষ। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেছেন এই হাস্যোজ্জ্বল মানুষটি। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমণ করতে পারেনি। এসব কারণেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার। স্থানীয় সাংবাদিক ও সর্বস্তরের জনগণের কাছেও তিনি খুবই প্রিয়।
জনপ্রতিনিধি:
জনপ্রতিনিধি হিসেবে তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, সড়ক মেরামত ও ওয়ার্ডে আলোকসজ্জা বা লাইটিং ব্যবস্থা , ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন,নাগরিক সমস্যা দূরীকরণ সহ বিভিন্ন সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যাশা নিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন।
রাজনৈতিক জীবন:
রাজনৈতিক জীবনে এক সফল অধ্যায় রচনা করেন। তিনি ছাত্রজীবন থেকেই প্রতিবাদী ছিলেন, ছাত্রদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা আছে। তিনি চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক, চকরিয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। বর্তমান চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সফল সংগঠক:
তাছাড়া চকরিয়া পৌরসভার কাউন্সিলরদের নিয়ে গঠিত সংগঠন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি।
চিরিংগা বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি, চিরিংগা সমবায় সমিতির সদস্য ও চলমান নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। চকরিয়া ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি,চকরিয়া দোকান মালিক সমিতির সভাপতি, চকরিয়া নোহা কার টি.আর.এক্স মালিক সমিতির সভাপতি,চকরিয়া পৌর লেভার সমবায় সমিতির সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা বিস্তারে ভূমিকা:
তিনি একাধারে মজিদিয়া দারুচ্ছুন্নাহ পৌর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি।চকরিয়া পৌরসভার মডেল প্রাইমারি স্কুলের সাবেক সভাপতি ও বর্তমান সদস্য। বিশেষ করে মামা-ভাগিনা মডেল নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করে এলাকায় শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রেখেছে। ২০১৮ সালে প্রতিষ্ঠা করে সম্পূর্ণ বিনামূল্যে দেড়শতাধিক শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।