বাজেট কে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: মে ৩০, ২০২৪ ১১:০৯ pm , আপডেট: মে ৩১, ২০২৪ ১:৩৬ am

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষিত হবে। বাজেট কে স্বাগত জানিয়ে রাজপথে স্বাগত মিছিল করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এড. তাপস রক্ষিত, ইউনুচ বাঙালি, কাউন্সিলর এম এ মনজুর, নুরুল আজিম কনক, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সালাউদ্দিন সেতু, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি ( সাবেক) সোহেল আহমদ বাহদুর,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী প্রমুখ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমেদ শামীম, মিজানুর রহমান, রিয়াজুল আলম, মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবায়েদ রুমেল, আশরাফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান হেলাল, কক্সবাজার জেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ জকরিয়া চৌধুরী,পৌর আওয়ামী লীগের সহসভাপতি সেলিম নেওয়াজ, আছিফুল মওলা, গিয়াস উদ্দিন, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু সহ আ. লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরীর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সমসাময়িক রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলাপ কালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচন নিয়ে আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে। এখন নির্বাচন শেষ হয়েছে। আমাদের সকল মতবিরোধ ভুলে সংগঠন কে ঘোচাতে হবে। দলের সকল কর্মসূচি বন্যাঢ্য ভাবে পালন করতে হবে। ৬ জুন সন্ধ্যায় বাজেট কে স্বাগত জানিয়ে রাজপথে স্বাগত মিছিলে স্ব স্ব সংগঠন কে মিছিল সহকারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।