হাছান মাহমুদ সুজন, কুতুবদিয়া:
জোরপূর্বক জায়গা দখলের সংঘর্ষে হত্যা চেষ্টা মামলায় কুতুবদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩০-মে) কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাঈদীন নাঁহী এ আদেশ দেন।
ভুক্তভোগী বা বাদীর পক্ষে নিয়োজিত আইনজীবী কুতুবদিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম সিবিএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারকের এমন আদেশে আদালতে বিচার প্রার্থীগণ খুবই সন্তুষ্ট বলে জানান তিনি।
সম্প্রতি উপজেলার আলী আকবর ড়েইলের সন্ধিপী পাড়া মতিউর রহমানের ছেলে বাদী হয়ে ভিটে বাড়ির জায়গা দখলের সংঘর্ষ নিয়ে কুতুবদিয়ায় থানায় জি. আর ৩৯/২৪ ইং নম্বর মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, কারাগারে প্রেরণকৃত তহশিলদার রিদুয়ান দীর্ঘদিন ধরে নিজ উপজেলায় কর্মরত থাকার সুযোগে বিভিন্ন সালিশ বিচারের সিদ্ধান্ত অমান্য করে বাদী মো. আলমগীরের পৈত্রিক ও বসতভিটার জায়গা জোরপূর্বক দখলে রাখে।
বিভিন্ন সময় ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য হুমকি ধমকিও দিয়ে আসছে। একপর্যায়ে সম্প্রতি আলমগীরের রান্নাঘর মেরামত কাজে বাঁধা দেয় রিদুয়ান ও তার ভাড়াটে দলবল।
এতে প্রতিবাদ করায় হাজতে প্রেরণকৃত রিদুয়ান ধারালো দা চুরি নিয়ে বাদীর উপর হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে বাদীর স্ত্রী রোজিনার মাথায় ছুরিকাঘাতে গুরুতর জখম করে।
আদালত সূত্র জানায়, ভুক্তভোগীর দায়ের করার ওই মামলায় ঘটনাস্থলে ছিলেন না মর্মে আদালতে মিথ্যে তথ্য দিয়ে কিছুদিন পূর্বে অস্থায়ী জামিনে মুক্তি লাভ করে রিদুয়ান।
তবে আজ বৃহস্পতিবার পুলিশের প্রদত্ত মোবাইল ট্র্যাকিং (সিড়িআর) ও পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, সরকারি চাকুরির আচরণ বিধি তোয়াক্কা না করে খাস জমি দখল দেয়া, ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও নামজারিতে মোটা অঙ্কের উৎকোচ দাবিসহ অভিযোগের পাহাড় রয়েছে ওই তহশিলদারের বিরুদ্ধে।
এদিকে তাকে কারাগারে প্রেরণের খবরে কুতুবদিয়ার অসংখ্য ভুক্তভোগী তার অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।