দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়া ভ্রাম্যমাণ অভিযানে ৩ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০) বিকেলে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় অপরিচ্ছন্ন খাবার তৈরি ও বিক্রির দায়ে তৌহিদুল কুলিং কর্নার, লাইসেন্স বিহীন ফার্মেসি দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে নুরুল আজিম,আবদুল আলিম,আবদুল করিমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ ) আইন, ২০০৫ (সংশোধন, ২০১৩) অনুযায়ী আবদুল খালেক পিতা আবদুল কাদের এবং মূল্য তালিকা না রাখার দায়ে মাহমুদুল করিমসহ ৬ টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, উপজেলা জুড়ে সব সময় ভেজাল বিরোধী সহ অবৈধ ব্যবসা পরিচালনা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা এবং এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত ফুড ইন্সপেক্টর মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।