প্রেস বিজ্ঞপ্তি

ঈদগাঁও উপজেলার ভাদিতলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিরত ৯ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছেন র‌্যাব-১৫।

গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারার উলুবুনিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আসিফুর রহমান আসিফ(২১), আজিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মুহিম(২০), মো. নেজাম উদ্দিনের ছেলে মো. নাহিদ(২১), মো. শওকত ওসমানের ছেলে শাহরিয়াজ ওসমান হৃদয়(২০), একই ইউনিয়নের ডুমখালী এলাকার মো. ইউসূফ মিয়ার ছেলে মো. আব্দুল জলিল প্রকাশ কায়সার(২২), নুরুল আজমের ছেলে সাজ্জাদ মিয়া(২১), মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. ইসমাইল উদ্দিন প্রকাশ গুরা মিয়া(২০), মোজাম্মেল হকের ছেলে আব্দুল মালেক প্রকাশ মালেক(২৪) এবং মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের বালির ডেইল চালিয়াতলি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. পারভেজ।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন

তিনি বলেন, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রফিক প্রকাশ পুতিকার মুদির দোকানের দক্ষিণ পাশে রাইটার মিজানের চিকন পাতা গাছ বাগানের ভিতর ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে রাতে র‌্যাব-১৫ বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত স্থানে আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতদলের সদস্যরা তাদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্রসহ দিগ্‌বিদিক রাতের আঁধারে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাত দলটিকে ধাওয়া করে চক্রের নয়জন ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২টি কিরিচ, ১টি লোহার রড, ১টি লাঠি, ২টি টর্চ লাইট, ৯টি মোবাইল, নগদ ৩,১৯০/- টাকা এবং ১ খন্ড রশি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত দলটি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার সমন্বয়ে গঠিত বলে জানা যায়। তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাকাতি করার উদ্দেশ্যে একস্থানে একত্রিত হতো। পরবর্তীতে তাদের টার্গেটকৃত স্থানে দেশীয় অস্ত্রসহ অবস্থান গ্রহণ এবং পর্যটন নগরীতে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয় জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে তাদের থেকে টাকা-পয়সা এবং মূল্যবান সামগ্রী ডাকাতি ও ছিনতাই করে থাকে। ঘটনার দিন তাদের পরিকল্পনা মোতাবেক ঈদগাঁতে একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিরত ছিল বলে স্বীকার করে। নানাবিধ অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঈদগাঁও থানায় এজাহার দাখিল করা হয়েছে।