দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় যৌতুক বিহীন গণ বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) দুপুরে উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যৌতুক বিহীন এ গণ বিবাহের আয়োজন করেন শিলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ ৪ বর কনেরা হলেন,
বর- মোহাম্মদ হেফাজ উদ্দিন
পিতা: মো: কাইছার, মাতা: হাছিনা বেগম
ঠিকানা: তেইল্লাকাটা, মেহেরনামা,
কনে- রাজিয়া সোলতানা, পিতা: মো: নেজাম উদ্দীন, মাতা: কামরুন নাহার ঠিকানা: কাছারি মোড়া, শিলখালী,
পেকুয়া, কক্সবাজার।
বর- মোহাম্মদ হাবিবুর রহমান ইমন
পিতা: মো: ইউনুচ, মাতা: হুসনে আরা বেগম ঠিকানা: হামিদ চর, চান্দগাঁও, চান্দগাঁও, চট্টগ্রাম।
কনে- তাসমিন জন্নাত
পিতা: নুরুল কাদের, মাতা: জেসমিন আক্তার।
বর- মো. সোহেল
পিতা: দিল মোহাম্মদ, মাতা: মনোয়ারা বেগম,ঠিকানা: কাঞ্চন নগর, চট্টগ্রাম।
কনে- কানিছ ফাতেমা তানিয়া
পিতা: গিয়াস উদ্দিন, মাতা: সাকেরা বেগম ঠিকানা: পূর্ব ভারুয়াখালী, শিলখালী, পেকুয়া, কক্সবাজার।
বর- মো. শাকিব
পিতা: নাছির উদ্দিন, মাতা: নাজমা বেগম ঠিকানা: টইটং, পেকুয়া, কক্সবাজার।
কনে- সাইমা জন্নাত মুন্নি পিতা: আহমদ হোসেন, মাতা: হুফুরা খাতুন
ঠিকানা: কাছারি মোড়া, শিলখালী, পেকুয়া, কক্সবাজার।
৪ বর কনে জুটির মতামতে আনন্দঘন পরিবেশে এ বিবাহ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পেকুয়ার সাবেক সাংসদ জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। যৌতুক বিহীন গণ বিবাহ অনুষ্ঠানে ৪ বর কনের আত্মীয় স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিবাহ সম্পন্ন হয়।
এসময় অতিথিরা নবদম্পতিদের ফুলেল শুভেচ্ছা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।