আদেশ নামা হইতে মোকাদ্দমা- টেকনাফ সহকারী জজ আদালত. কক্সবাজার।
উপস্থিত- মোঃ ওমর ফারুক, সিনিয়র সহকারী জজ।
অপর মামলা নম্বর- ৫৫৯/২০২১ ইংরেজী।
ছৈয়দ হোছন গং বাদী হয়ে মৌলভী হাবিবুল্লাহ গংদের বিবাদী করা হয় ।
আদেশ নং- ৭৯, তারিখ- ২৩/০৬/২০২২ ইং।
অদ্য অত্র মোকদ্দমা একতরফা সূত্রে আদেশের জন্য দিন ধার্য্য আছে। বাদী পক্ষ বিজ্ঞ কৌশুলী হাজিরা দেন। নথি আদেশের জন্য পেশ করা হইল।
দেখলাম। নথি পর্যালোচনায় দেখা যায়, অত্র মামলাটি অদ্য একতরফা আদেশের জন্য আছে। নথি একতরফা আদেশ দেওয়া হল।

১নং তপশীল
বড় ডেইল মৌজা-আর,এস- ৯৯ নং খতিয়ানের আর, এস-১২৭৭ নং দাগের ২৫ একর জমির তুলনামূলক বি,এস- ৬৮৩ ও ১৪৩ নং খতিয়ানের বি.এস ১৩১৪ দাগের আন্দর ১৭ একর ও বি.এস ৩১ নম্বর খতিয়ানের বি.এস ১৩১২ দাগের আন্দর ০৮ একর, মোট ২৫ একর জমি মাত্র। [আদেশ নং-২০, তাং- ২০/০৫/২০১২ইং ও আদেশ নং-৫০, তাং- ০২/১১/২০১৭ইং।)

২নং তপশীল
বড় ডেইল মৌজা-আর, এস- ১৩৭ নং খতিয়ানের আর, এস-১১৫৬, ১১৫৭, ১১৫৪, ১১৫৮ নং দাগাদির ৬২ একর জমির তুলনামূলক বি, এস- ১৪৭ ও ১৪৮ নং খতিয়ানের বি.এস ১১৭৭ দাগের আন্দর .৩২ একর জমি এবং বি.এস ১ নং খতিয়ানের বি.এস ১১৭৬ দাগের আন্দর ৩০ একর জমি মোট ৬২ একর জমি মাত্র। (আদেশ নং-২০ তাং -২০/০৫/ ২০১২ইং)

৩নং তপশীল:
বড় ডেইল মৌজা-আর, এস- ২৭৬ নং খতিয়ানের আর, এস- ১১৩৭, ১১৫২, ১৩৩১ নং দাগাদির সম্পূর্ণ, ৬৮ একর জমি।

৩(ক) নং তপশীল
বড় ডেইল মৌজা- আর,এস ২৭৬ নং খতিয়ানের আর, এস- ১১৩৭, ১১৫২ নং দাগাদির সম্পূর্ণ ৫৮ একর জমির তুলনামূলক বি.এস- ১৩২ নং খতিয়ানের বি.এস ১১৯৬ দাগের আন্দর ১৫ একর ও বি.এস ১১৯৮ দাগের আন্দর ১৫ একর ও বি.এস ১ নং খতিয়ানের বি.এস ১১৭২ দাগের আন্দর ১৫ একর এবং বি.এস ১৩২ ও ১৪৮ নং খতিয়ানের বি.এস ১১৭৪ দাগের আন্দর ১৩ একর জমি

মোট .৫৮ একর জমি মাত্র (আদেশ নং-২০, তাং-২০/০৫/২০১২ইং, আদেশ নং-৫০, তাং-০২/১১/২০১৭।)

৪নং তপশীল :
মৌজা- বড় ডেইল, থানা- টেকনাফ জেলা- কক্সবাজারআর,এস- ২৫৮ নং খতিয়ানের আর, এস- ১১৪৫, ১১৪৬,১১৪৭, ১১৫০, ১১৬১, ১১৬২, ১১৮৭ নং দাগাদির সম্পূণ .৮৫একর জমি। (আদেশ নং-২০, তাং-২০/০৫/২০১২ইং)

৪ (ক)নং তপশীল
বড় ডেইল মৌজা-আর, এস- ২৫৮ নং খতিয়ানের আর,এস- ১১৪৫১১৪৬,১১৪৭, ১১৫০, ১১৬১, ১১৬২, ১১৮৭ নং দাগাদির সম্পূণ .৬৫একর জমির তুলনামূলক বি,এস ১নং খতিয়ানের বি.এস ১১৭২দাগের আন্দর .২২ একর ও বি.এস ১৩২ ও ১৪৭, ১৪৮ নংখতিয়ানের বি.এস ১১৭৭ দাগের আন্দর .৪৩ একর, সর্বমোট.৬৫ একর জমি মাত্র। (আদেশ নং-২০,তাং-২০/০৫/২০১২ইং,
আদেশ নং-৫০, তাং-০২/১১/২০১৭ইং।)

৫নং তপশীল :
বড় ডেইল মৌজা-,আর, এস- ২৭৫ নং খতিয়ানের আর,এস- ১১৩৯,১১৪১, ১১৮৪, ১১৮৬ নং দাগাদির সম্পূণ .৭৭ একর জমি

৫(ক)নং তপশীল :
বড় ডেইল মৌজা-আর, এস- ২৭৫ নং খতিয়ানের আর, এস- ১১৩৯, ১১৪১ নংদাগাদির সম্পূর্ণ .৪১ একর জমির তুলনামূলক বি, এস- ১৩২ নংখতিয়ানের বি.এস ১১৯৮ দাগের আন্দর .৪১ একর জমি মাত্র ।(আদেশ নং-২০, তাং-২০/
০৫/২০১২ইং, [আদেশ নং-৫০, তাং-০২/১১/২০১৭ইং।)

৬নং তপশীল:
বড় ডেইল মৌজা-আর,এস- ৭৪ নং খতিয়ানের আর, এস- ১১৪২, ১১৪৮, ১১৪৯, ১১৬০, ১১৬৩, ১১৬৪, ১১৮৫, ১১৮৮, ১১৮৯, ১১৯০, ১১৯১, ১১৯৩, ১১৯৪, ১১৯৫, ১৯৯৭, ১১৯৮, ১১৯৯, ১২০৫, ১২০৬, ১২২০, ১২৯৬, ১৩০০, ১৩১৩, ১৩১৪, ১৩১৫, ১৩২৫, ১৩২৭, ১৩২৮, ১৩২৯ দাগাদির সম্পূর্ণ ১৪.৮৪ একর জমি।

৬(ক)নং তপশীল:
বড় ডেইল মৌজা-আর,এস- ৭৪ নং খতিয়ানের আর, এস- ১১৪২, ১১৪৮, ১২৯৬, ১১৪৯ দাগাদির সম্পূর্ণ ৪.২১ একর জমি। যাহার তুলনামূলক বি,এস ৫০১ নং খতিয়ানের বি.এস ১১৭৮ দাগের আন্দর .৫০ একর, বি.এস ১১৭৯ দাগের আন্দর ২০ একর ও বি.এস ১৫৯ নং খতিয়ানের বি.এস ১১৯৯ দাগের আন্দর .২০ একর, বি.এস ১২০০ দাগের আন্দর ১০ একর ও বি.এস ৬৪০নং খতিয়ানের বি.এস ১১৮৪ দাগের আন্দর .০২ একর ও বি.এস ১৩২ নং খতিয়ানের বি.এস ১১৯৮ দাগের আন্দর ২০ একর, বি.এস ১নং খতিয়ানের বি.এস ১০০১ দাগের আন্দর ০৬ একর জমি, বি.এস ১৩২/১৪৭/ ১৪৮ নং খতিয়ানের বি.এস ১১৭৭ দাগের আন্দর ২.৮২ একর ও বি.এস ১৩২/ ১৪৮ নং খতিয়ানের বি.এস ১১৭৪ দাগের আন্দর ১১ একর, সর্বমোট ৪.২১ একর জমি। (আদেশ নং-২০, তাং-২০/০৫/২০১২ইং, আদেশ নং- ৫০, তাং-০২/১১/২০১৭ইং)
১/২/৩(ক), ৪(ক), ৫(ক) ও ৬(ক) নং তপশীলে বণিত
যথাক্রমে- (.২৫ + ৬২ + ৫৮+৬৫.৪১ + ৪.২১) = ৬.৭২ একর জমি বিরোধীয়।
যাহার চৌহদ্দি নিম্নরূপ:১নং তফসিলের বি.এস ১৩১২, ১৩১৪ দাগের ২৫ একর জমির চৌহদ্দি:
উত্তরে- আবদুল মাবুদ এর ওয়ারিশগণের জমি,
দক্ষিণে- ফজলুল হক এর জমি,পূর্বে- ফজলুল হক এর জমি,পশ্চিমে- ফজলুল হক এর জমি,২,৩ (ক),৪ (ক), ৫(ক), ৬(ক) নং তফসিলের চৌহদ্দি
নিম্নরূপ:বি.এস ১১৭৪, ১১৭৭, ১১৮৪, ১১৭৯, ১১৭৮, ১১৯৬, ১১৯৮, ১১৯৯, ১২০০ দাগাদির ৫.৭৪ একর জমির চৌহদ্দি:উত্তরে- সুলতান আহমদ, শামশুল আলম, ফজলুল হক, হাফেজ আহমদ, হাবিব উল্লাহর জমি দক্ষিণে- হাবিব উল্লাহ গং এর জমি,পূর্বে এল,জি,ই,ডি সড়ক,পশ্চিমে- মেরিন ড্রাইভ সড়ক,বি.এস ১১৭২ দাগের ৩৭ একর জমির চৌহদ্দি।

বিশেষ দ্রষ্টব্য: আদালতের রায় ডিক্রি মূলে প্রাপ্ত অত্র খতিয়ান এবং দাগের জমি গুলো কোন ব্যক্তি বেচা-বিক্রি না করার জন্য অনুরোধ রইল।

নিবেদক
ছৈয়দ হোসেন গং
বড় ডেইল, বাহাড়ছড়া
টেকনাফ।
০১৮১১৬২৩৯৬৩